রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

‘কৃষ ৪’-এ হৃতিকের গুরুর ভূমিকায় এবার জ্যাকি চ্যান?

বিনোদন ডেস্ক / ৬৩ Time View
Update : October 27, 2025
‘কৃষ ৪’-এ হৃতিকের গুরুর ভূমিকায় এবার জ্যাকি চ্যান?

বলিউড তারকা হৃতিক রোশন এই মুহূর্তে রয়েছেন আমেরিকায়, একটানা কাজের ব্যস্ততা কাটিয়ে উপভোগ করছেন একান্ত ছুটি। তবে সোমবার সকালে হঠাৎই নিজের ইনস্টাগ্রামে তিনি শেয়ার করলেন এমন কিছু ছবি, যা মুহূর্তে ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। কারণ ছবিতে দেখা গেল, হৃতিকের পাশে বিশ্বখ্যাত অ্যাকশন আইকন জ্যাকি চ্যান!

গতকাল-ই নিজের বান্ধবী তথা অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেছিলেন বলিউডের এই ‘গ্রিক গড’। সেইসব ছবি দেখেই নেটপাড়ায় রব উঠেছিল, এই দু’জনে আমেরিকার বিখ্যাত বেভারলি হিলস অঞ্চলে ছুটি কাটাচ্ছেন। সেই বিষয়ে অবশ্য তখন কিছু বলেননি নলি তারকা।

বেভারলি হিলসের রাস্তা থেকে জ্যাকি চ্যানের সঙ্গে শেয়ার করা সেই ছবিগুলির সঙ্গে হৃতিক লিখেছেন, “আপনার সঙ্গে দেখা করতে পেরে দারুণ লাগছে, স্যার। ভাঙা হাড় আড়চোখে আপনার শরীরে ভাঙা সব হাড়ের দিকে দেখে নিল…” সহজ কথায় যার মানে দাঁড়ায়- “আমার ভাঙা হাড় সবসময় শ্রদ্ধা জানায় আপনার ভাঙা হাড়কে, স্যার!”

ছবিতে দেখা যায়, হৃতিক একেবারে স্বতঃস্ফূর্ত স্টাইলে সাদা টি-শার্ট, ডেনিম জ্যাকেট, মিলিয়ে সাদা প্যান্ট ও হ্যাটে সাজানো। অন্যদিকে, জ্যাকি চ্যান পরেছেন কালো শার্ট ও প্যান্ট, মুখে তাঁর সেই চেনা উষ্ণ হাসি। দুই তারকার মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের ছাপ রয়েছে, তা স্পষ্ট ফুটে উঠেছে ফ্রেমে।

নেটিজেনদের প্রতিক্রিয়া? এককথায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে নেটপাড়ায়! এক জন লিখেছেন, “দুই কিংবদন্তি অভিনেতা এক ফ্রেমে!”

আরেকজনের রসিক মন্তব্য, “হৃতিক, উনি তোমাকে কুং ফু শেখাক, তুমি ওঁকে নাচ শেখাও!”

আরও এক কমেন্টে পড়া গেল, “এ দু’জনকে একসঙ্গে দেখে মন ভরে গেল, বয়স সত্যিই শুধু একটা সংখ্যা।”

সবচেয়ে মজার মন্তব্য অবশ্য এসেছে হৃতিকের আগামী সিনেমা নিয়ে, “ মনে হচ্ছে কৃষ ৪ আসছে! হয়তো জ্যাকি চ্যান এবার কৃষের গুরুর ভূমিকায়!” এই মন্তব্য ঘিরে এখন জল্পনা তুঙ্গে যে, জ্যাকি চ্যানকে দেখা যেতে পারে হৃতিকের পরের সুপারহিরো ছবিতে।

তবে আপাতত হৃতিক ব্যস্ত ‘কৃষ ৪’-এর প্রস্তুতিতে, যেখানে তিনি শুধু অভিনয়ই করবেন না, বরং প্রথমবার নিজেই পরিচালনা করবেন ছবিটি। এর আগে তাঁর সর্বশেষ রিলিজ ছিল ‘ওয়ার ২’, জুনিয়র এনটিআর-কে নিয়ে তৈরি এই হাই-অকটেন অ্যাকশন ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৩৬৫ কোটি টাকা আয় করেছিল, যদিও প্রত্যাশা পূরণ করতে পারেনি।

অন্যদিকে, জ্যাকি চ্যান শেষ দেখা গিয়েছিলেন ‘ক্যারাটে কিড: লেজেন্ডস’ ছবিতে, যেখানে তিনি আবারও ফিরেছিলেন মিস্টার হ্যানের ভূমিকায়। ছবিটি বিশ্বজুড়ে আয় করেছে ১১৬.৮ মিলিয়ন ডলার।

দুই তারকার এই আকস্মিক সাক্ষাৎ নিঃসন্দেহে প্রমাণ করল, বয়স নয়, আবেগ আর অনুপ্রেরণাই আসল শক্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category